ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুর থেকে মনির (২০) নামের এক অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার স্বদেশী ইউনিয়নের স্বদেশী এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত মনির হোসেন একই এলাকার বাবুল মিয়ার পুত্র। সে ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজে ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের অধ্যয়নরত ছিল জানিয়েছেন তার স্বজনরা।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্র জানায়, পুকুরে উলঙ্গ অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহামুদ, উপ-পুলিশ পরির্দশক খোকন চন্দ্র সরকার, মাহমুদুল হাসানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত কিশোরের লাশ উদ্বার করেন।
লাশের গায়ে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায় নি। তবে পুকুর আশপাশের অংশ থেকে পরিহিত লুঙ্গি ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিক্ষার্থী মনির হোসেনের লাশ উদ্বার করেছে পুলিশ। এ ঘটনায় অত্র থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ