ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪ বস্তা (৯ শত ১৫ কেজি) চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৮ মে) রাত ৮টায় বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাঁশতলা গ্রামে অভিযান চালিয়ে ব্যবসায়ী অলিয়ারের বাড়ি থেকে এক নসিমন ভর্তি ৩৪ বস্তা চাল, একটি মোটর সাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দকৃত চাল ওই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখের কাছ থেকে ক্রয় করেছেন ব্যবসায়ী অলিয়ার শেখ। তবে ওই ইউপি সদস্য চাল বিক্রির বিষয়টি অস্বীকার করে বলেন, জানতে পেরেছি অলিয়ার শেখ কার্ডধারী কয়েকজনের কাছ থেকে এসব চাল ক্রয় করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অলিয়ার শেখ নামের এক ব্যক্তির বাড়ি থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩৪ বস্তা সরকারি চাল ও একটি মোটরসাইকেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে ব্যবসায়ী অলিয়ার শেখ পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ