রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মৃধার বিরুদ্ধে পার্শ্ববর্তী হাট-মদাপুর এলাকার এক গৃহবধূ (২৫) তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে কালুখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করেছেন এবং প্রাথমিক অনুসন্ধানের জন্য কালুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলামকে তদন্তের দায়িত্ব প্রদান করেছেন। সোমবার (১৮ মে) দুপুরে ঐ গৃহবধূ কালুখালী থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মদাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কালাম মৃধা প্রায়ই ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত শনিবার রাতে ঐ গৃহবধূর স্বামী মসজিদে নামাজ আদায়ের জন্য যায়। এই সুযোগে আবুল কালামসহ অজ্ঞাতনামা আরও দুই ব্যক্তি কৌশলে গৃহবধূর বাড়িতে প্রবেশ করে। গৃহবধূ হঠাৎ প্রকৃতির ডাকে বাইরে এসে আবার ঘরের প্রবেশের সময় আবুল কালাম সহ অজ্ঞাত দুই আসামি গৃহবধূকে যৌন নিপিড়নসহ ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে অভিযুক্তরা পলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পরদিন রবিবার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ শেষে কালুখালী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়ে মাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম মৃধা বলেন, এমন অভিযোগে তিনি হতবাক হয়েছেন। পুলিশ সঠিক তদন্ত করলে আমার বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাবে না। আমি অভিযোগকারীকে চিনি না।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ