ঝিনাইদহ পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন শৈলকূপা উপজেলার হামজা পাড়া গ্রামের মৃত আত্তাপ মন্ডলের ছেলে ইতু মন্ডল (৫৫) ও কবীরপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে সায়েম (৬০)।
পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সোমবার (১৮ মে) বিকালে পৌর এলাকার সাতগাছি পাড়া রাস্তার উপর গ্রাম্য সংঘর্ষের উদ্দেশ্যে অবস্থান করছিল একদল গ্রামবাসী। এসময় শৈলকুপা থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ আরিফ ও ওসি বজলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ৩টি দেশীয় লোহার তৈরি রামদা ও ৪টি বেতের তৈরী ঢালসহ দেশীয় অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ