নরসিংদীতে শিবপুরে শ্রমিক সংকটের কারনে কৃষকের জমির ধান কেটে দিয়েছে জেলা যুবলীগ। হারভেস্ট মেশিনে ধান কাটার পর তা মাড়াই করে কৃষকের বাড়ি পৌছে দেয়া হয়।
শ্রমিক সংকট নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা যুবলীগ। দিনভর জেলা যুবলীগের নেতাকর্মীরা শিবপুরের শেরপুর গ্রামে দরিদ্র কৃষকের পাকা ধান কাটে মাড়াই করে বাড়ি পৌছে দিয়েছেন।
এই ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল,মাছিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, যুবলীগ নেতা রাজিব হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক এলটন গোস্বামী, প্রচার সম্পাদক মিজান, আলামিন, মানসুর, বেনু মিয়া ও রাসেল সহ জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ