ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাউন্সিলরের পর এবার বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য (মেম্বার) নিলুফা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন ইউপি সদস্য নিলুফা খাতুনকে বরখাস্তের বিষয়টি বিকেলে সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন।
নিলুফা খাতুন চর-ইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য। গত ১৩ মে চর-ইসলামপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য নিলুফাকে ১৮ বস্তা (৩০ কেজির বস্তা) সরকারি চালসহ আটক করে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মাকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্বচ্ছল পরিবারের ১৫ জনের নাম ওএমএস তালিকায় উঠানোর অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় তাকে বরখাস্ত করা হয় বলে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা