একরাম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালীতে রাতের আঁধারে মধ্যবিত্ত পরিবারদের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ইমার্জেন্সি ফুড ক্রাইসিস রেসপন্স টিম।
গত ১ মাস ধরে নোয়াখালী সদর উপজেলা ও নোয়াখালী পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে তালিকা করে প্রকৃত অসহায় মধ্যবিত্ত পরিবারের মাঝে রাতের আধাঁরে একরাম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমার্জেন্সি ফুড ক্রাইসিস রেসপন্স টিম এসব খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে।
সমাজে অনেক অসহায় মধ্যবিত্ত পরিবার আছে যারা লোক লজ্জ্বার ভয়ে কারো কাছে কিছু চাইতে পারে না বা কোথাও যেতে পারে না। ফলে এ শ্রেণীর পরিবারগুলো বর্তমান খুব মানবেতর জীবন কাটাচ্ছে। নোয়াখালী অল রাউন্ডার সামাজিক সংগঠনটি একরাম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমার্জেন্সি ফুড ক্রাইসিস রেসপন্স টিম গঠন করে এসব পরিবারের মাঝে রাতের আধাঁরে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে।
এব্যাপারে ইমার্জেন্সি ফুড ক্রাইসিস রেসপন্স টিমের সংগঠক মোঃ রাশেদ রানা জানায়, আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ও আমাদের নেতা সাংসদ একরামুল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় একরাম চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিদিন সঠিক ভাবে যাচাই বাচাই করে তালিকা তৈরীর মাধ্যমে সমাজের মধ্যবিত্ত পরিবারের মাঝে রাতের আধাঁরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন