করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
মঙ্গলবার দুপুরে শহরের রামদেও বাজলা স্কুল মাঠে নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নিরাপদ শারীরিক ও সামাজিক দূরত্ব মেনে খাদ্যসামগ্রী বিতরণ করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দ।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম, জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আহসান কবির এপ্লব, মাহবুব ইসলাম পরিচালক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র উপস্থিত ছিলেন।
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আনোয়ারুল হক আনু বলেন, এই মহামারি বিশ্বজুড়ে। তাই সতর্ক ও সচেতনতার বিকল্প কিছু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশের সরকারের নির্দেশনা মেনে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। সরকারের পাশাপাশি সামর্থ্যবানও এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা