১৯ মে, ২০২০ ১৫:৩৩

ধামরাইয়ে করোনায় মারা গেলে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা

ধামরাই প্রতিনিধি:

ধামরাইয়ে করোনায় মারা গেলে ৫০ হাজার টাকা প্রদানের ঘোষণা

ঢাকার ধামরাইয়ে ব্যাপক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এমন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার পবিরারকে দেয়া হবে নগদ ৫০ হাজার টাকা। এছাড়া যিনি মৃত ব্যক্তির গোসল করাবেন তাকে দেয়া হবে ১০ হাজার টাকা।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন এমন ঘোষণা দিয়েছেন।মঙ্গলবার দুস্থ অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি এ ঘোষণা দেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন সাংবাদিকদের জানান, ধামরাইয়ে এ পর্যন্ত ২০ জন করোনা রোগী আছে। এদের মধ্যে ৭জনই সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। অন্যরাও ভালো আছে। করোনা রোগীকে ঘৃণা নয় ভালবাসা আর সাহস দিয়ে তাদের সুস্থ করে তুলতে হবে। যদি এ রোগে কেউ মারা যায় তাহলে পরিষদের পক্ষ থেকে ওই পরিবারকে তিনি নগদ অর্থ দিয়ে সহয়তার করার আশ্বাস দেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর