কুড়িগ্রামের রৌমারীতে মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোররাতে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।এরপর দুপুরে আটকের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দিয়ে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। আটক ওহিদুজ্জামান শান্ত (৪৮)গাইবান্ধা জেলার সরকারপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
বিজিবি জানায়,রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তের সীমানা পিলার ১০৬৮ নং হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভেতরে চুলিয়ারচর এলাকায় মাদকসহ কয়েকজন ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে বিজিবি সেখান থেকে তাকে আটক করে। এসময় তার সাথে থাকা ১শত পিচ ভারতীয় ইয়াবা জব্দ করে।
এ ব্যাপারে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল এসএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার