শরীয়তপুরে সংসদ সদস্য পারভিন হক শিকদার এমপির পক্ষ থেকে ঈদ সমগ্রী বিতরণ করা হয়েছে। ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঘরবন্দি দরিদ্র মানুষের মাঝে এসব ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন তার কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলায় একযোগে এক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভেদরগঞ্জ উপজেলার ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভির আল নাসীভ। ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ কর্যক্রমের উদ্বোধন করেন তিনি। আর ডামুড্যা উপজেলার ঈদ সামগ্রী বিতরণ কর্যক্রম উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে স্থানীয়দের হাতে ঈদ সমাগ্রী তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
দুই উপজেলায় ১ হাজার ২শ ৫০ পরিবারে এ সহায়তা দেয়া হয়। এসময় শাড়ি, লুঙ্গি এবং চাল, ডাল, আলু, পেয়াজ, সেমাই, চিনি বিতরণ করা হয়েছে। এছাড়া মহিলা এমপি পারভীন হক শিকদারের পক্ষ থেকে শরীয়তপুর জেলার কৃষকদের দেয়ার জন্য কৃষি সরমযাম ও ডেঙ্গুমসা প্রতিরোধে সুরক্ষামূলক সরমজান প্রদান করেছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের নিকট।
বিডি প্রতিদিন/হিমেল