ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত গ্রামে দুই দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের নাম মো. বাকিয়ার (৩৫)। এ ঘটনায় আহত হয় কমপক্ষে ১০ জন। তাদেরকে স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেয়া হয়। হামলার সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। কয়েকটি বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।
মধুখালী অঞ্চলের সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোশারফ মাষ্টারের এর সমর্থকদের সাথে ইউনিয়নের ইউপি সদস্য ইলিয়াস মেম্বারের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। এসময় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে দুপক্ষের মধ্যে। সংঘর্ষ চলাকালে মোশারফ মাষ্টারের সমর্থক মো. বাকিয়ার নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন।
সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার