নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন অসহায় ৩ শতাধিক পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল।
মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গি এবং চাটামবাজার এলাকায় ৩ শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে চাল, সেমাই, দুধ ও চিনি বিতরণ করা হয়।
এসময় প্রত্যেকটি পরিবারের মাঝে ৮ কেজি চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জয়নাল, নর্থ চ্যানেল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিসুর রহমান, সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক একে আজাদ বাদশা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন মিঠু, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহ্ফুজুর রহমান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম