জয়পুরহাটে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায়দের মাঝে সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল ও বেসরকারি উন্নয়ন সংস্থা জেআরডিএম'র নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা।
মঙ্গলবার দুপুরে জেআরডিএম'র উদ্যোগে আটি দাশড়া উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ শারীরিক ও সামাজিক দূরত্ব মেনে এক হাজার অসহায়, প্রবীণ, স্বামী পরিত্যাক্তা, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল বলেন, এই মহামারি বিশ্বজুড়ে। তাই সতর্ক ও সচেতনতার বিকল্প কিছু নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং দেশের সরকারের নির্দেশনা মেনে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা এসব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সরকারের পাশাপাশি সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তুলশী গংঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাইকুল ইসলাম মোল্লা (লেবু), জেআরডিএম'র সাবেক সভাপতি রোকসানা চৌধুরী, সমাজসেবক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত