মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন, অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মজিবুর রহমান (বিএসসি)।
মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ঈদকে সামনে রেখে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম. সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক বাদল হোসেন মেম্বার, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আ. রহিম, আবুল কালাম আজাদ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তোফায়েল হোসেন, জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা হুমায়ুন কবির, ফারুক মিয়া ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মজিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত