জামালপুরে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা যুবদল। মঙ্গলবার দুপুরে শহরের সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
জামালপুর জেলা যুবদলের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে পাঁচশ পরিবারের মাঝে এই ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবন, তেল, চিনি, সেমাই, গুড়োদুধ, সাবান ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি তরিকুল হায়দার তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হাসান মঞ্জু, আমান উল্লাহ আমান প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম