গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকদের ৮৮টি পরিবারের মাঝে ২২ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সেমিনার কক্ষে এ চেক প্রদান অনুষ্ঠিত হয়।
চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ড. এ এম এম আনিসুল আউয়াল পিএইডি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ বিভিন্ন নেতা ও কর্মকর্মরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম