নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় তুষার আলী (৩৩) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার নাটোর কানাইখালী এলাকার ইয়াদত আলীর ছেলে বলে জানা গেছে। সে সিংড়া বাসস্ট্যান্ডের রোগ মুক্তি ওষুধের দোকানের কর্মচারী ছিল।
জানা যায়, নাটোর থেকে সিংড়ায় কর্মস্থলে আসার পথে শেরকোল এলাকায় সিএনজি ট্রাকের সংঘর্ষে তুষারসহ আরও দুইজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার তুষারকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম