ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে বঙ্গোপসাগরের কোল ঘেঁষা জেলা সাতক্ষীরার শ্যামনগর এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টির সাথে ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। নদীর জোয়ারে পানিও বৃদ্ধি পেয়েছে। আর এই দুযোর্গপূর্ণ অবস্থার মধ্যে এলাকাবাসীকে আশ্রয় কেন্দ্রে আনতে রাতে গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর তিনি বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে হাতে মাইক নিয়ে উপজেলার বুড়িগোয়ালিনী, মুন্সীগঞ্জ, কৈখালী, আটুলিয়া, নূরনগর, কালিগঞ্জ উপজেলার রতুনপুর, ধলবাড়িয়া ও মথুরেশপুর ইউনিয়নের বাসিন্দাদের সাইক্লোন সেল্টারে আশ্রয় নেয়ার অনুরোধ করেন।
এ প্রসঙ্গে এমপি এসএম জগলুল হায়দার বলেন, সকাল থেকেই সর্বত্র মাইকিং করে সবাইকে সাইক্লোন সেল্টার কেন্দ্রে আসতে বলা হয়েছে। অনেক লোক সেখানে আশ্রয় নিয়েছে। আবার কেউ কেউ এখনো নিজ বাড়িতে অবস্থান করছেন। সে কারণে বৃষ্টি ও ঝড় উপেক্ষা করেই মানুষের কথা ভেবে হাতে মাইক নিয়ে আশ্রয় কেন্দ্রে যেতে অনুরোধ করছি।
তিনি বলেন, যে কোনো দুযোর্গে নির্মূল করতে রাত কাটান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি দেশবাসীর চিন্তায় উদ্বিগ্ন থাকেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে আমি সবাইকে সাইক্লোন সেল্টারে আসার নেয়ার অনুরোধ করছি।
এর আগে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সর্বোচ্চ সর্তকতার অংশ হিসেবে মাইকিং করছে সিপিপি সদস্যরা। তোলা হয়েছে লাল পতাকা।
বিডি প্রতিদিন/আরাফাত