বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের বাগইলে মামলায় ক্ষতিগ্রস্ত বিএনপির ২৮টি পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নিজস্ব অর্থায়নে এসব ঈদসামগ্রী বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন পাইকড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাইকড় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু তালেব (সাকি), সদস্য বেলাল হোসেন সরদার, জালাল উদ্দিন, যুবদল নেতা শামীম আহম্মেদ, রুবেল হোসেন, ইমরান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত