বাগেরহাটের মোরেলগঞ্জে সুপার সাইক্লোন আম্ফান'র আঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে মঙ্গলবার রাত ১০টার মধ্যে নদীর তীরবর্তী বাসিন্দাদেরকে যেকোন মূল্যে আশ্রয় কেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
মঙ্গলবার (১৯ মে) রাত ৯টায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে জরুরি সভা করেন। এসময় মোরেলগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানার ওসি কেএম আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদও রাতে মোরেলগঞ্জের কয়েকটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। ঘূর্ণিঝড় 'আম্ফান' মোকাবিলায় মোরেলগঞ্জে ১৩৩টি সাইক্লোন শেল্টার ও ১৫০টি পাকা ভবন আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ