কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার খাদ্য গুদামের খাদ্য বান্ধব কর্মসূচির ফেয়ার প্রাইজের একহাজার বস্তা চালের দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীগণ ও এলাকাবাসীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
মঙ্গলবার (১৯ মে) রাজিবপুর উপজেলা পরিষদের সামনে শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজিবপুরের ব্যবসায়ীরা ও বিভিন্ন পেশার মানুষজন অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন রাজিবপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম ও উপজেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরদার প্রমুখ।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে নাজমা ও রুমী এন্টারপ্রাইজ নামের স্বত্ত্বাধিকারী ইউসুফ আলী এক হাজার বস্তা চাল (খাদ্য বান্ধব কর্মসূচি) ফেয়ারপ্রাইজ ডিলারদের নিকট থেকে ক্রয় করেন। পরবর্তীতে খাদ্য গুদামে মিলার হিসেবে তিনি তা বিক্রি করেন। এ ব্যাপারে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার তদন্তে গিয়ে সত্যতা প্রমাণ সাপেক্ষে খাদ্য গুদাম সিলগালা করেন।
এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু এখন পর্যন্ত অনিয়মের বিরুদ্ধে আইনী কোন ব্যবস্থা না নেয়ায় এ মানববন্ধন করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ