সিলেটের বিশ্বনাথে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন থানা পুলিশের ৭ সদস্য। এদের মধ্যে দু’জন এসআই, একজন এটিএসআই ও চারজন কনস্টেবল রয়েছেন।
এ নিয়ে বিশ্বনাথে আক্রান্ত হওয়া পুলিশ সদস্যের সংখ্যা বেড়ে হলো ২০জন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ২৫। মঙ্গলবার (১৯ মে) রাতে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) রমা প্রসাদদ চক্রবর্তী।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ