নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে নোয়াখালী পৌর এলাকার চার হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে দুই হাজার মানুষকে খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ ৫০০ টাকা সহায়তা করা হয়।
বুধবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একরামুল করিম চৌধুরীর পক্ষে নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু এসব সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন