নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাজা নাজিবুল্লাহ চৌধুরীর উদ্যোগে পত্নীতলা উপজেলার ১৫০০ জন কর্মহীন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় পত্নীতলা থানা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান শেখ, পত্নীতলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টু, আহবায়ক কমিটির সদস্য ভিপি মন্টু চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আব্দুর কাদের ও শামীম, যুবদলের আহবায়ক শাহীন, ছাত্রদলের সাবেক আহবায়ক শাহির হোসেন শিপু, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক নিয়ামত আলীসহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন