ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচা এলাকায় ঝড়ের সময় ডাল ভেঙে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃদ্ধেও নাম ছিদ্দিক ফকির (৭৫) নিশ্চিত করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। আজ সকালে তিনি বাড়ির আঙ্গিনায় কাজ করছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে গাছের ডাল ভেঙে তার গায়ে পড়ে। তিনি গুরুতর আহত হন। পরে তাকে চরফ্যাসন হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
অপর দিকে সকালে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ৩০ যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা পাড়ি দিয়ে ভোলার রাজাপুর ঘাটের কাছাকাছি এলে ডেউয়ের তোড়ে ডুবে যায়। সকলে তীরে উঠতে পারলেও রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিখোজ থাকে। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। নিহতের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকায় বলে জানা গেছে।
পুলিশ সুপার জানান, মেহেন্দিগঞ্জ এলাকায় ট্রলার ডুবিতে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তবে নিশ্চিত হতে পারেন নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার