পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনা পৌরসভা ও সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের এক হাজার দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, চিনি, সেমাইসহ শাড়ি বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় জেলা রেডক্রিসেন্টের সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিবেশনে সহায়তা করে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনাসহ আমি আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম