কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জন মাদকপাচারকারীকে আটক করেছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) এম হায়াত ইবনে সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ বিসিজি স্টেশনের সদস্যরা উপজেলা সদরের মিঠাপানিরছড়া এলাকায় একটি আলুর বস্তা নিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ওই এলাকার মৃত হোছন আহমদের ছেলে নছর উল্লাহ, মৃত রশিদুল্লাহর ছেলে মো. নাঈমুল্লাহ এবং নুরু ইসলামের ছেলে মো. শফিক আলমকে আটক করতে সক্ষম হয়।
তাদের সাথে থাকা আলুর বস্তা তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা এবং শরীর তল্লাশি করে ১০ হাজার পিস মোট ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর জব্দৃকত ইয়াবা ও আটক ৩ মাদকপাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর