১৭ অক্টোবর, ২০২০ ১৭:০৬

বাগেরহাটে পুলিশের উদ্যোগে ধর্ষণ বিরোধী সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে পুলিশের উদ্যোগে ধর্ষণ বিরোধী সমাবেশ

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে বাগেরহাটে পুলিশের নানা আয়োজন। জেলার ৯টি উপজেলা ও তিনটি পৌরসভায় ৮৪টি বিট থেকে ধর্ষণ ও নারী শিশু নির্যাতন বিরোধী সমাবেশ করছে বাগেরহাট পুলিশ। 

শনিবার সকাল সাড়ে ১১ টায় বাগেরহাট শহরের যদুনাথ ইনষ্টিটিউট থেকে এই সমাবেশের শুভ সূচনা করেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শফিন মাহমুদ, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিনহায়দার, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, শামিম হাসান প্রমুখ। এসময় পুলিশ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষথী ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর