নেত্রকোনার খালিয়াজুরিতে অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুর্সালিন মিয়া (১৫) নামে বকে কিশোরকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
আজ রবিবার সকালের দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের হাতিলা গ্রামে এ ঘটনা ঘটে। আটক মুর্সালিন মিয়া ওই ইউনিয়নের হারারকান্দি গ্রামের সাজিদ মিয়ার ছেলে। সে শালদীঘা সরকারি গোপাল গোপিনাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
খালিয়াজুরি থানার ওসি মজিবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, হাতিলা গ্রামের ১৫ বছর বয়সী ওই কিশোরীকে তার ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে পাশের গ্রামের মুর্সালিন। পরে কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মুর্সালিনকে আটক করে পুলিশে দেয়।
ওসি আরও জানান, মুর্সালিনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর