‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
কুড়িগ্রাম জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে রবিবার দুপুরে কপোত অবমুক্তকরণের মধ্য দিয়ে যুব দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী আল রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন প্রমুখ। অনুষ্ঠানে আত্ম কর্মসংস্থানের লক্ষে ২৯ জন যুবকের মাঝে ১৪ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন