নোয়াখালী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে জেলা মজিব চত্ত্বরে বেলুন উড়িয়ে ও বৃক্ষ রোপণের মাধ্যমে নোয়াখালী জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খাঁন দিবসটির উদ্বোধন করেন।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ জসিম উদ্দিন আহম্মদ খাঁনের সঞ্চালনায়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দ্বিপক জৈতি খিস্যা। পরে জেলা প্রশাসক জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক হিসাবে বেগমগঞ্জ- সোনাইমুড়ী শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন মিঠু ও তিনজন আত্মকর্মীর হাতে সনদ, ১০ জন যুব কর্মীকে ৮০ হাজার টাকা করে চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র উচ্চমান সহকারী আবদুল হাই চৌধুরী, সিনিয়র ইনঃ ষ্ট্রোনো টাইপিষ্ট মোঃ সুজাইত আলী, মৎস প্রশিক্ষক মোঃ রফিক উদ্দিন, এসো গড়ি সংস্থার প্রধান নির্বাহী আবদুল আউয়াল সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন