পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে আজ রবিবার বাদ জোহর পৌরসভা মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিল পূর্ব এক আলোচনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) জীবনের আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। এসময় পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, শামসুল আরেফিন সাগর, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম মোল্লা, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম বাদল, পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল করিম আলাল, উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা জামে মসজিদের ইমাম মাওলানা রইচউদ্দীন মনির।
বিডি প্রতিদিন/আবু জাফর