উত্তরাঞ্চল ও কুড়িগ্রাম জেলাসহ দেশের কয়েকটি জেলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গঠিত হয় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি। বিগত ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কর্মসংস্থানের জন্য এ কর্মসূচি চালু করেন। প্রধানমন্ত্রীর বাস্তবায়নকৃত এ প্রকল্পে ন্যাশনাল সার্ভিসে বেকার হয়ে পড়া কর্মীদের ফের কর্মসংস্থান সৃষ্টির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। কুড়িগ্রামে উপকারভোগী এসব বেকার কর্মীদের স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার ন্যাশন্যাল সার্ভিসের উপকারভোগী বেকার হয়ে পড়া শতশত কর্মীরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিস কল্যাণ সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অমল চন্দ্র সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমান উদ্দিন আহমেদ, ন্যাশনাল সার্ভিস কর্মী সাইদুল ইসলাম ও জেসমিন নাহার লাকী প্রমুখ। কুড়িগ্রামের বেকারত্ব দুর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি উদ্বোধন করেন। দুই বছর মেয়াদী পাইলট প্রকল্পে এ জেলায় প্রায় ৩১ হাজার বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান সৃষ্টি হয়। কিন্তু দুই বছর পর ২০১২ সালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি শেষ হয়ে গেলে তারা পুনরায় বেকার হয়ে পড়েন। এমতাবস্থায় তারা অসহায় দিন যাপন করছেন। মানববন্ধনের মধ্য দিয়ে স্থায়ী কর্মসংস্থানের লক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/আল আমীন