'মুজিব বর্ষের আহবান যুব কর্মসস্থান’ এ স্লোগান সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বগুড়ায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ১১টায় শহরের তিনমাথায় যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক কে এম আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাইদ মো. কাওসার রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো অর্ডিনেটর ইসরাফিল হক, সিনিয়র সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য শংকর প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ, ঋণের চেক ও পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার