মুজিববর্ষের শপথ-সড়ক হবে নিরাপদ শ্লোগান নিয়ে এবং জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন দিনাজপুর জেলা কমিটি।
রবিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিরাপদ সড়ক চাই আন্দোলন দিনাজপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো: শামীম রাজা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় শ্লোগান নিয়ে ১৯৯৩ সালের ২২ অক্টোবর থেকে নিরাপদ সড়ক আন্দোলন শুরু করেছে নিসচা। সড়ক দুর্ঘটনার স্ত্রী নিহতের পর ২৭ বছর আগে এ আন্দোলনের শুরু করেন চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা: আয়শা আখতার বানু, নিসচার উপদেষ্টা মন্ডলীর সদস্য তারেকুজ্জমান তারেক, কার্যকরী সদস্য রহমতউল্লাহ রহমত ও এরশাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন