কুড়িগ্রামে এ বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আর ক্ষতিগ্রস্ত এসব পরিবারের মাঝে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম। রবিবার দুপুরে শহরের পুরাতন রেলস্টেশন এলাকায় রিভারভিউ স্কুল মাঠে এ সহায়তা প্রদান করা হয়। এতে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৪ শত পরিবারের মাঝে জনপ্রতি নগদ সাড়ে ৪ হাজার টাকা করে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের সভাপতি মো. জাফর আলী (সাবেক এমপি)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াছমিন, রেড ক্রিসেন্ট সদস্য ও সাবেক পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবানসহ রেড ক্রিসেন্টের অন্যান্য সদস্যরা। আগামী ৫ নভেম্বর পর্যন্ত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারকে পর্যায়ক্রমে নগদ অর্থ প্রদান করা হবে বলে জানানো হয়।
বিডি প্রতিদিন/আল আমীন