আগামী ১ জানুয়ারি থেকে জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সন্মেলন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। আজ রবিবার নিসচা’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন’র পক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলন করে এই দাবি জানান নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক গোলাম রহমান মামুন।
মামুন লিখিত বক্তব্য বলেন, আজ থেকে ২৭ বছর আগে ১৯৯৩ সালে নিসচার জন্ম হয়েছিল। স্ত্রী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে ইলিয়াস কাঞ্চন এই আন্দোলন গড়ে তুলেন। তিনি চলচ্চিত্র জগতের ক্যারিয়ার ছেড়ে দেশের মানুষকে সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই দীর্ঘ আন্দোলনে নিসচার অনেক সফলতা এসেছে। ২০১৭ সাল থেকে সরকারিভাবে প্রতিবছরের ‘২২ অক্টোবর’ নিরপদ সড়ক চাই দিবস পালিত হচ্ছে। আমাদের আরেকটি দাবি সময়োযোগী সড়ক আইন, সেটিও পূরণ হয়েছে। এখন দরকার এ আইনের সঠিক প্রয়োগ।
তিনি আরও বলেন, এ আইনটি ২০১৯ সালে ১ নভেম্বর প্রয়োগের প্রথম দিন থেকেই হোঁচট খায়। প্রথম ১৪ দিন সহনীয় মাত্রায় এর প্রয়োগ ছিল। পরবর্তীতে পরিবহন মালিক-শ্রমিকদের দাবিতে আইনের কয়েকটি বিষয় পরবর্তী ছয় মাস পর্যন্ত কনসিডারের সিদ্ধান্ত নেয় সরকার। পরে করোনার কারণে এই আইন যথাযথ প্রয়োগের সময়মীমা বৃদ্ধি করে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।
আগামী ১ জানুয়ারি ২০২১ থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের নিকট তিনি দাবি জানান। একই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখনও দুই মাস সময় আছে। প্রয়োজনে প্রত্যেক সেক্টর তাদের দুর্বলতার জায়গাগুলো সংশোধন করে এই আইন প্রয়োগে এগিয়ে আসবেন।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি মো. ছালেহ আহমদ, সহ সম্পাদক ফকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক দুলা মিয়া, সদস্য জালাল মিনা ও প্রধান পৃষ্টপোষক মো. হায়দার আদমেদ।
বিডি-প্রতিদিন/শফিক