ময়মনসিংহের ভালুকায় বাহারুল উলুম আলিম মাদ্রাসার ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে এবিএম সিদ্দিকের সভাপতিত্বে মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসা সালমা খাতুন, হাজী মো. রফিকুল ইসলাম, ভালুকা ইউপি চেয়ারম্যান মো. শিহাব আমিন খান, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ বাচ্চু জেলা পরিষদ সদস্য মো. মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজ উদ্দিন মৃধা, বাহারুল উলুম আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মো. শাহাব উদ্দিন শেখ, সিডস্টোর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. শাহাব উদ্দিন, ইউপি সদস্য মো. হাফিজুর ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন