নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাহপুর ইউনিয়নে ইয়াবা ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি শাওন ও ফয়সলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বেগমগঞ্জের আমান উল্যাহপুর ইউনিয়নেয়র অভিরামপুর গ্রামে একটি শিশু নির্যাতনের ঘটনায় পুলিশ তদন্ত করতে গেলে স্থানীয় বখাটে ফুয়াদ ও কফিলের নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি ও ভিকটিম শিশুর পিতা. মজিবুর রহমান রুবেল বাদী হয়ে একটি মামলা মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ ফুয়াদ ও কফিলকে ঘটনার দিন গ্রেফতার করে।
এদিকে আসামিরা জামিনে বেরিয়ে এসে ভিকটিমের পরিবারকে হুমকি ও নানান ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। অন্যদিকে একটি মারামারির ঘটনায় একই সার্টিফিকেট দিয়ে ফুয়াদ দুটি মামলা করে রুবেল পরিবারকে হয়রানি করার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
মামলাটি সিআইডির কর্মকর্তা রফিকুল ইসলাম তদন্ত করছেন।
সিআইডি কর্মকর্তা জানান, আমি তদন্ত করে সঠিক প্রতিবেদন দাখিল করব।
বেগমগঞ্জ থানা ওসি কামরুজ্জামান শিকদার সত্যতা স্বীকার করে বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও পুলিশের উপর হামলার ঘটনায় শাওন ও ফয়সলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও নানান ধরনের অভিযোগ রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার