মহানবী (স.) কে অবমাননার প্রতিবাদে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে রবিবার সকালে হাতিয়া কওমী ঐক্য পরিষদের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাতিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার মুসলীম জনতা অংশগ্রহণ করে।
এ উপলক্ষে উপজেলা শহীদ মিনারে হাতিয়া কওমী ঐক্য পরিষদের সভাপতি মুফতি মোস্তফা আল কাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কাওমী ঐক্য পরিষদের মহাসচিব হাফেজ ইলিয়াছ হোসেন, মাওলানা নাজমুল হুদা, মাওলানা ফারুখ হোসেন, মাওলানা নুরুল ইসলাম শরিফ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ইসমাইল হোসেন প্রমূখ।
সমাবেশের পূর্বে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষিপ্ত মিছিল নিয়ে মুসলিম জনতা উপজেলার ওছখালী পুরতান বাজারে সমাবেত হয়। পরে একটি বিশাল মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে শেষ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন