মহানবী হযরত মুহাম্মদ (সা:)- কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে ইত্তেফাকুল ওলামা শেরপুর জেলা শাখার আয়োজনে দারোগ আলী পৌর পার্ক মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। হাজার হাজার ধর্মপ্রান মুসলিম এই কর্মসূচিতে অংশ নেয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ