চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার সকালে থেকে চাঁদপুর সদর উপজেলার আনন্দবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এছাড়াও অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার এনায়েত উল্লাহ।
উল্লেখ্য, ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
বিডি প্রতিদিন/আবু জাফর