ফেনীর দাগনভূঞায় পৌরসভার নামার বাজারে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে আটক করেছে পুলিশ। আজ সকালে পুলিশ দাগনভূঞার মোমারিজপুরের মো. ইসরাফিলের ছেলে করিম মহাজন (৪৭) ও শরীফপুরের আবুল হাসেমের ছেলে বেলাল হোসেনকে (৩৮) আটক করে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ জানান, করিম মহাজন কিশোরীর আত্নীয় হন। সে সুবাধে তাদের বাড়িতে সে প্রায় আসা যাওয়া করতো। মেয়েটির বয়স যখন ১২ বছর তখন থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সে মেয়েটিকে প্রায় ধর্ষণ করতো। অপর আসামি বেলাল হোসেনের বাসা মেয়েটির পাশে হওয়ায় মেয়েটির বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যরা যখন না থাকতো তখন সে তাকে ধর্ষণ করতো। মেয়েটি বর্তমানে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। পরিবারের সদস্যদের সে ঘটনাটি জানালে তারা বুধবার রাতেই পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশ অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত দুইজনকে আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার