কুড়িগ্রামে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে। ৫২তম ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’-২০২০ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলার ৩০জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে এ সাদাছড়ি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও কুড়িগ্রাম সদর উপজেলার স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রোকোনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মমিনুর রহমান মুমিন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব আবু আলী মাতব্বর, জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক রোস্তম আলী, সাংবাদিক হুমায়ুন কবীর সুর্য প্রমুখ।
জেলায় ৬২জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে ৩০ জনকে বিনামূল্যে কুড়িগ্রাম জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এই সাদাছড়ি বিতরণ করা হয়। এসময় অতিথিগণ দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি মানবিক হওয়ার আহবান জানান।
বিডি প্রতিদিন/হিমেল