কক্সবাজারের টেকনাফে প্রকাশ্যে দিবালোকে পাহাড় থেকে নেমে এসে রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনার পর স্থানীয়দের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের ২৬নং রোহিঙ্গা ক্যাম্প শালবাগান পাহাড় থেকে জকির, জহির, আহাম্মদ, ধলূ হোসেন ও মিজানসহ ৮/১০ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ নেমে এসে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদীমুড়া এলাকার আবুল বশরের ছেলে আব্দুস শুক্কুরকে (৩২) উঠিয়ে নিয়ে যায়।
পরে ডাকাত সর্দার জকিরের নেতৃত্বে শালবাগান হাশেমিয়া মসজিদের পাশে প্রকাশ্যে তিন রাউন্ড গুলি করে তাকে হত্যা করে তারা। এরপর খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্প পুলিশের এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর