যশোরের শার্শায় বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৫ দিনব্যাপী উপজেলা পর্যায়ে আয়বর্ধনমূলক আউটসোর্সিং (ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর এলজি হোসাইন শওকত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের প্রোগ্রামার আনিছুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন ফ্রিল্যান্সার তৌহিদ পিয়াস, শার্শা উপজেলা কলেজের অধ্যক্ষ হাসানুজ্জামান প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই