কুড়িগ্রামের উলিপুরে ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম হামিমা খাতুন জান্নাতি (২)। বুধবার বিকেলে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের জাহাঙ্গীর আলমের শিশু কন্যা হামিমা খাতুন জান্নাতি বুধবার দুপুরের পর সকলের অগোচরে বাড়ি সংলগ্ন ডোবার পাশে যায়। এরই মধ্যে সে হঠাৎ ডোবার পানিতে পড়ে ডুবে যায়। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ডোবার পানিতে তাকে ভাসতে দেখে।
এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানেই সে মারা যায়। ডা. মাঈদুল ইসলাম জানান, ওই শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। এ ব্যাপারে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন