বগুড়া শেরপুরে মোহাম্মদ আলী কমপ্লেক্সে ক্রয়কৃত পজিশন গ্রহীতাদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন মোহাম্মদ আলী কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তারা বলেন, মোহাম্মদ আলী কমপ্লেক্সের বর্তমান মালিক কামরুজ্জান রিফু আমাদের ক্রয়কৃত পজিশন থেকে অবৈধভাবে উচ্ছেদের চেষ্টা করছেন। আমরা সর্বমোট ৩০ জন পজিশন গ্রহীতা, এরমধ্যে ৬ জন পজিশন গ্রহীতার অংশ চলমান বিশ্বরোডের অধিগ্রহণের আওতায় পড়েছে। যেটা নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে মোহাম্মদ আলী কমপ্লেক্সের মালিক কামরুজ্জামান রাফু অধিগ্রহণের আওতায় পড়া ওই ছয়জনের পজিশনের সঙ্গে সঙ্গে আমাদের বাকি ২৪ জনকেও অবৈধভাবে উচ্ছেদের চেষ্টা করে যাচ্ছেন।
ক্রয়কৃত পজিশন গ্রহীতা হারুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, জীবন-জীবিকার তাগিদে আমার যেটুকু সম্বল ছিল তার সবটুকু বিক্রি করে এই পজিশন ক্রয় করেছিলাম। চক্রান্তের কারণে পজিশন হারা হলে আমি পরিবার পরিজন পথে বসে যাবো।
এ ব্যাপারে মোহাম্মদ আলী কমপ্লেক্সের মালিক কামরুজ্জান রিফু বলেন, মার্কেটটি নতুন করে নির্মাণ করে পুরনোদের অগ্রাধিকার দেয়া হবে।
মানববন্ধনে ক্রয়কৃত পজিশনের সকল গ্রহীতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত