ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে ২০ জন ভিক্ষুকের মাঝে গরু, ছাগল ও দোকানের মালামালসহ ঘর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ জন ভিক্ষুকের মাঝে এই সব উপকরণ বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক নূরকুতুবুল আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সংবাদকর্মী ও অন্যান্যরা।
বিডি প্রতিদিন/আল আমীন